নিজস্ব সংবাদদাতা ॥ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকালে সড়ক পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বেলা এগারোটায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুলতান মাহমুদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সবুর খান, সম্পাদক ইমান আলী শরিফ প্রমুখ। বক্তারা তাদের দাবি মেনে না নেয়া হলে আগামি ৩ জুলাই থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট করার হুমকি দেন।