নিজস্ব সংবাদদাতা ॥ রূপসা বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে রবিবার বেলা এগারোটা থেকে বরিশাল থেকে খুলনাগামী সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বরিশাল থেকে খুলনাগামী যাত্রিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রূপসা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন মোল্লা জানান, মহাসড়কে আলফা মাহিন্দ্রা, নছিমন ও টমটম চলাচল বন্ধের দাবি মেনে না নেয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে। একইদাবিতে বরিশালসহ খুলনা থেকে ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল থেকে খুলনা রুটে নিয়মিত চলাচল করা ১৩টি পরিবহনের মধ্যে সকালে দুটি গাড়ি ছেড়ে যায়। পিরোজপুর ওই পরিবহন বাঁধার সম্মুখীন হওয়ায় এগারোটা থেকে সকল পরিবহন চলাচল বন্ধ রাখা হয়।