বরিশালে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান

শাহীন হাসান, বরিশাল ॥ বরিশাল পরিবেশ অধিদপ্তর সারাদেশের ন্যায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক খোন্দকার মোঃ ফজলুল হক ও সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম-এর নেতৃত্বে গতকার বিকাল ৪টায় পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিাযান করা হয়েছে বরিশালে। নগরীর মোহনগঞ্জ বাজার ও চৌরাস্তা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮হাজার টাকা জরিমানা করা হয়। যারমধ্যে আবদুল আজিজ ষ্টোর এর সোহেল রানাকে ৩ হাজার টাকা, রাসেল ষ্টোর এর কবির হোসেনকে ১ হাজার টাকা, খান ষ্টোর এর মোঃ তোফাজ্জেল হোসেনকে ৪ হাজার টাকা। মেট্রো পলিটন পুলিশের সহযোগিতায় বরিশাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলা শবনম-এর পরিচালনায় এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজার মালিকদের সচেতন করার জন্য এ সময় সে এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক করে দেয়ার ব্যাবস্থা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলা শবনম।