বিধান সরকার, বরিশাল ॥ সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা পাঁচ দফা দাবীতে, সারাদেশব্যাপী তিন জুলাই ভোর ছয়টা থেকে, চব্বিশ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় কমিটির সম্পাদক মো. সুলতান মাহমুদ একথা জানান।
তিনি বলেন, ঢাকাস্থ সড়ক ভবনে বেলা এগারোটা থেকে তিন ঘন্টাব্যাপী এনিয়ে বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতারাসহ পরিবহন মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। সচিব তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাসে মঙ্গলবার থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তারা।