প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে যুবদলের নেতাদের ফায়দা লোটার অভিযোগ

যা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট বলে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  এসময় তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি নিজে কোন ঠিকাদারী কাজ বা সন্ত্রাসী কাজে জড়িতনা। তথ্য সরবারহকারী প্রতিমন্ত্রীর নিকটাত্মীয়রা চারদলীয় জোট বিএনপি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পূর্বে থেকেই তিনিসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানীমূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এমনকি এলজিআরডি প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রশাসনসহ বিভিন্নস্থানে প্রভাব বিস্তারসহ ঠিকাদারী কাজ বাগিয়ে নিচ্ছে। গত ৬জুন গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শ্রমিকদের বাকি খাওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর সাথে তার ও তার কোন লোকজনের সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, সদস্য মজিবর সেরনিয়াবাত, নুরুল হক মোল্লা, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ প্রমুখ।