বরিশালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চারা উত্তোলন প্রকল্প ভেস্তে যেতে বসেছে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ভেস্তে যেতে বসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের চারা উত্তোলন প্রকল্প। বিলম্বে বরাদ্দ আসায় এখনো বিজ ক্রয় করা সম্ভব হয়নি। ফলে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে কোন ক্রমেই চারা সরবরাহ করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া বর্ষা মৌসুমে চারিদিকে পানি থৈ থৈ করার অজুহাত দেখিয়ে চারা রোপনের জন্য ঠিকাদার নিয়োগ না করে সংশ্লিষ্ট বিভাগের কতিপয় কর্মকর্তারা নিজেরাই শ্রমিক নিয়োগ করে নার্সারীর মধ্য দিয়ে নিয়মবর্হিভূত ভাবে মাটি উত্তোলন করছেন।

বন বিভাগের বরিশালের গৌরনদীর উপ-বিভাগীয় অফিসের রেঞ্জার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চারা উত্তোলন প্রকল্পের মাধ্যমে গত ২৮ জুলাই সরকারিভাবে তাদের ৫ টাকা দরে ৩০ হাজার গাছের চারার অর্ডার দেয়া হয়। উল্লেখিত গাছের চারা চলতি জুলাই মাসের শেষে ও আগস্ট মাসের মধ্যে স্থানীয় সংসদ সদস্যের অনুমতিক্রমে বিতরন করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। ফরেষ্টার কাজী সামচুল আলম জানান, বিলম্বে বরাদ্দ আসায় এখনো বিজ ক্রয় ও বর্ষা মৌসুমের কারনে তারা এখনো চারা রোপনের জন্য মাটি উত্তোলন করতে পারেননি।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, গাছের বিজ রোপন করতে মাটি উত্তোলনের জন্য ঠিকাদার নিয়োগের নিয়ম থাকলেও সংশ্লিষ্ট অফিসের কতিপয় কর্মকর্তারা বর্ষা মৌসুমের অজুহাত দেখিয়ে নিয়মবর্হিভূত ভাবে বন বিভাগের (নার্সারীর) মধ্য থেকেই মাটি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। বিজ ক্রয়ে বিলম্ব হওয়ায় সঠিক সময়ের মধ্যে সরকারের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের চারা উত্তোলন প্রকল্প ভেস্তে যাওয়ার আশংকা করছেন খোঁদ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারাই।