নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার স্থানীয় ও জাতীয় পত্রিকার এজেন্ট, বিক্রয় প্রতিনিধি ও সংবাদপত্র হকারদের মাঝে মঙ্গলবার সকালে প্রথম আলোর উদ্যোগে রেইন কোট বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী বাসস্টান্ডের জননী মার্কেট চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রথম আলো সার্কুলেশন নির্বাহী গৌতম কুমার মন্ডল, বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বন্ধুসভার উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী সংবাদপত্র এজেন্ট মোঃ কালাম হাওলাদার, আগৈলঝাড়া এজেন্ট ওমর আলী সানি, হকার আঃ খালেক মোঃ নুরুল হক, মোঃ ইব্রাহিম, মোঃ সিরাজুল হক, মোঃ রমজান, মোঃ সলেমান, মোঃ সাগর প্রমূখ। হকাররা জানান, রেইন কোট পেয়ে তারা খুবই খুশি। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে তাদের পত্রিকা সরবারহ করতে হতো। প্রথম আলো রেইনকোট দিয়ে তাদের সেই দুঃখ কষ্ট লাঘব করায় প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় হকারদের দাবি দাওয়া ও প্রথম আলোর কাছে পাঠকের চাহিদা, হকারদের কাছে প্রথম আলোর আহবানসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে হকারদের মাঝে রেইনকোট বিতরন করেন দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বন্ধুসভার উপদেষ্টা জহুরুল ইসলাম জহির।