নিজস্ব সংবাদদাতা ॥ হাউজিং প্রকল্পে ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রকল্পের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা কামনা করা হয়।
বরিশাল প্রেসক্লাবে হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেড’র পক্ষে লোকাল কো-অর্ডিনেটর এস.কে রঞ্জন লিখিত বক্তব্যে বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের লক্ষ্যে ২০১০ সনের ৯ মে দুই খন্ড দলিল মুলে (যাহার দলিল নং ৩২৮৩ ও ৩২৮৪) ক্রয় সূত্রে মালিক হয়ে হাইপেরিয়ান বিল্ডার্স কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। পরবর্তীতে উক্ত জমি আত্মসাতের উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যু মোতালেব শরীফ গংরা আদালতে নামসর্বস্ত্র কাগজপত্র দাখিল করে হয়রানীমূলক মিথ্যে মামলা দায়ের করেন। ওইসব মামলায় ভূমিদস্যুরা পরাজিত হয়ে উচ্চ আদালতে আপিল করেন। আদালত এসব স¤পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। যা এখনো বলবৎ রয়েছে। হাইকোর্টের এ নির্দেশ অমান্য করে মোতালেব শরীফ গং হাইপেরিয়ান বিল্ডার্সে কর্মরত শ্রমিকদের ওপর গত ৩০ জুন হামলা করে এবং হাইপেরিয়ান বিল্ডার্সের বিলবোর্ড অপসারনের চেষ্টা চালায়। হামলায় কোম্পানীর চারজন কর্মচারী আহত হয়। এসময় হাইপেরিয়ান বিল্ডার্সের কয়েকজন কর্মচারীকে অহেতুক পুলিশ আটক করে নিয়ে যায়। কলাপাড়া থানার ওসির (তদন্ত) যোগসাজসে কর্মচারীদের আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এস.কে রঞ্জন আরো উল্লেখ করেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের লক্ষ্যে হাইপেরিয়ান বিল্ডার্স দীর্ঘদিন যাবত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এমন অবস্থায় স্থানীয় ভূমিদস্যুদের চক্রান্তে কুয়াকাটার উন্নয়ন ব্যহৃত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ভূমিদস্যুদের হাত থেকে তিনি কুয়াকাটাকে রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেছেন।