দক্ষিণাঞ্চলের নয় রুটে অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

নিজস্ব  সংবাদদাতা ॥ বরিশালসহ দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কে অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে পিরোজপুর জেলাবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করা হয়। ফলে বরিশাল-খুলনা রুটসহ নয়টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বরিশাল মিনি বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন জানান, দেশের সড়ক ও মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারী চালিত অটোরিক্সা, মাহেন্দ্রা (আলফা) এবং ভাড়ায় চালিত মটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। পিরোজপুর জেলা বাস মালিক সমিতি তাদের ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করার অনুরোধ জানালে সকাল আটটা থেকে বরিশাল নগরীর রূপাতলি বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে বরিশালের সাথে দক্ষিণাঞ্চলের বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, বাগেরহাট, খুলনা ও রূপসা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ জানান, তারা ধর্মঘটের আহ্বান করেননি। সকালে তারা নগরীর রূপাতলী টার্মিনাল থেকে ওই সকল রুটের উদ্দেশ্যে বাস ছাড়লে ঝালকাঠী থেকে তা ফিরিয়ে দিয়েছে সেখানকার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। এরপর পিরোজপুর জেলা বাস মালিক সমিতি তাদের ধর্মঘটে একাত্মতা প্রকাশ করার অনুরোধ জানালে একাত্মতা ঘোষনা করে রূপাতলি বাস টার্মিনাল থেকে ওই সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যসব রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।