বরিশালের সকল উপজেলায় বেসরকারি স্কুল ও কলেজগুলোতে তালা

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের দুই দিনব্যাপি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল থেকে বরিশালসহ বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল ও কলেজগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক নেতৃবৃন্দ। বরিশাল সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদের ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সংগ্রাম পরিষদের আহবায়ক দাস গুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের অভূক্ত রেখে তৃর্নমূল পর্যায়ের শিক্ষকদের সহযোগিতা না নিয়ে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলা কোন সরকারের উচিৎ নয়। সারা দেশের স্কুল-কলেজগুলোতে তালা ঝুলানো হয়েছে। শিক্ষকদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলে থাকবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, অধ্যাপক জলিলুর রহমান, শিক্ষন নেতা তোফায়েল আহমেদ, মোঃ আব্দুল মালেক, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল হালিম মিয়া, এইচ এম জসিম উদ্দিন ও এবিএম মুসা। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। একই দাবিতে আগামীকাল জেলা শহরগুলোতেও এ কর্মসূচি অব্যহত থাকতে বলে শিক্ষক প্রতিনিধিরা জানান।

তালা