ব্রাজিলকে প্রতিদান দেওয়ার অপেক্ষায়

কিন্তু দুঙ্গা চিনেছেন। হীরে চিনতে কি জহুরির খুব বেশি সময় লাগে! নিজের বিশ্বকাপ দলে গ্রাফিতেকে জায়গা দিতে তাই একটুও ভুল করেননি ব্রাজিলিয়ান কোচ। কখনো যা ভাবেননি, বাস্তবে তা হতে দেখে গ্রাফিতে নিজেও অবাক, ‘তিন মাস আগেও ভাবিনি যে আমি বিশ্বকাপ খেলব। মনে হয়েছিল দুঙ্গা তাঁর দল পছন্দ করে রেখেছেন এবং সেখানে আমার কোনো জায়গা নেই।’ ২৩ জনের চূড়ান্ত দলে নিজের নামটা আছে জেনে আনন্দে কেঁদে ফেলেছিলেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। আমি বাগানে আমার পোষা কুকুরটাকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার পুরো পরিবার অপেক্ষা করছিল টেলিভিশনে খবরটা শোনার জন্যে। আমি শুধু বাইরে থেকে তাদের দিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলাম। যদি সবাই চুপ হয়ে যেতো তাহলেই বুঝতাম- দুঃসংবাদ কিন্তু হঠাৎ আমি ভেতর থেকে জোরে চিৎকার আর উল্লাস শুনতে পেলাম। আমার মেয়েটা দৌড়ে এসে জানালো আমি দলে সুযোগ পেয়েছি। আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম।

সুযোগটা অবিশ্বাস্যভাবে পেয়েছেন বলেই এর প্রতিদানটা দেয়ার জন্যে উদগ্রীব গ্রাফিতে। লুই ফ্যাবিয়ানো, রবিনহো আর নিলমারের সঙ্গে প্রতিদ্বন্দিতা করে দুঙ্গার প্রথম একাদশে সুযোগ পাওয়া হয়তো বেশ কঠিনই হবে কিন্তু জীবন যুদ্ধে এরচেয়েও কঠিন পরীক্ষায় পাস করেই তো এই পর্যন্ত এসেছেন গ্রাফিতে। -খবর: এপি