বরিশালে ঈগল পরিবহনের এক সুপারভাইজারের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহনের এক সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বরিশালের একটি আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় ঘোষনা করা হয়েছে। বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ প্রথম অতিরিক্ত আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এই দন্ডাদেশের রায় ঘোষনা দেন। দন্ডপ্রাপ্ত আসামি যশোর নাভারন রেলবাজার এলাকার মোঃ কামরুল ইসলাম। রায় ঘোষনার সময় আসামি আদালতেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১০ সনের ১১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র একটি দল বরিশালের উজিরপুর উপজেলার ইচালাদী বাসষ্ট্যান্ড এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ওই বাসের সুপারভাইজার কামরুলকে আটক করে। পরে তার কাছ থেকে ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১২ জুলাই র‌্যাব-৮ এর ডিএডি জামিন উদ্দিন বাদি হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় কামরুল ছাড়াও তার সহযোগী খলিলুর রহমানকে আসামি করা হয়। উজিরপুর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী আসামি খলিলকে অব্যাহতি দিয়ে কামরুলকে অভিযুক্ত করে ওই বছরের ৯ আগষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১১ জনের মধ্যে ৮ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়।