বরিশালে জঙ্গীবাদ প্রতিরোধে সেমিনার

নিজস্ব সংবাদদাতা ॥ সন্ত্রাস জঙ্গীবাদ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক সেমিনার গত বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে কাছেমাবাদ সিদ্দিকীয়া কামেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন কাছেমাবাদ সিদ্দিকীয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ কামেল। বক্তব্য রাখেন মাদ্রসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ নেছারউদ্দিন, মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসেন. মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আঃ কাদের, বাংলা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, জামাল হোসেন মল্লিক, মাওলানা রুহুল আমিন, আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের গৌরনদী রিসোর্স সেন্টারের কেয়ার টেকার মাওলানা মোঃ ইউনুস আলী, মোঃ নাজমুল হক, মোঃ আবুল কালাম প্রমূখ।

শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাছেমাবাদ আলীয়া সিদ্দিকীয়া কামেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ.ফ.ম ফরিদ।