সৈয়দ মতলেবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদী হাইস্কুলে দশটি ফ্যান হস্তান্তর

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার প্রয়াত সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ মতলেবুর রহমানের নামে প্রতিষ্ঠিত “সৈয়দ মতলেবুর রহমান ফাউন্ডেশন”-এর উদ্যোগে শনিবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে স্থাপনের জন্য ১০টি বৈদ্যুতিক ফ্যান হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম মহিউদ্দিন বাদশা, সাংগঠনিক সম্পাদক এস.এম বাবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দৈনিক মতবাদের নির্বাহী সম্পাদক কাজী মিরাজ, স্কুলের প্রধান শিক্ষক মোঃ অলিউল্ল¬াহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ কালাম সরদার। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক এস.এম সরোয়ার হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষাক আঃ হামিদ, সিনিয়র শিক্ষক মানিক লাল আশ্চার্য্য, শক্তি বিশ্বাস, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ হিরন শরীফ প্রমূখ। শেষে স্কুলের প্রধান শিক্ষকের হাতে ১০টি ফ্যান তুলে দেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও অতিথিরা।