গৌরনদী ডটকম ॥ বরিশালের সর্বত্র গত তিনদিন ধরে ইন্টারনেট বিরম্বনায় গ্রাহকদের মাঝে চরম অশান্তি দেখা দিয়েছে। বিশেষ করে ইন্টারনেট বিরম্বনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন জেলা ও উপজেলার সংবাদকর্মীরা। তারা সঠিক সময়ে সংবাদ প্রেরনে ব্যর্থ হচ্ছেন। গত ৪ জুলাই থেকে এসব এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা ই-মেইলে এটাচ ফাইল ডাউনলোড থেকে শুরু করে নানা বিরম্বনার স্বীকার হচ্ছেন।
হঠাৎ করে এসব এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা পূর্বের স্পীডের চেয়ে এখন চার ভাগের একভাগ স্পীড পাচ্ছেন। একটি মেইল ঠিকানা ওপেন করতে লেগে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে দ্রুতগতির জিমেইলও খুব স্লো হয়ে আছে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইন্টারনেট সেবা প্রদানকারী মোবাইল কোম্পানীর কাষ্টমার কেয়ারে ফোন করেও কোন ফলাফল পাচ্ছেন না। গৌরনদীর দীর্ঘদিনের প্রানের দাবী বাংলা লায়ন ও কিউবির সেবা প্রদানের জন্য।