নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে নিখোঁজ যুবক আনোয়ার হোসেনের লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকা থেকে আনোয়ারের লাশ উদ্ধার করা হয়।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় নদীর ভাঙ্গনে বিলিন হতে বসা বসত ঘর রক্ষা করতে গিয়ে নদীতে পড়ে আনোয়ার হোসেন নিখোঁজ হয়। আনোয়ার লোহালিয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র। ওসি আরো জানান, শনিবার দুপুরে স্থানীয়রা উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ আনোয়ারের পরিবারের সদস্যরা উজিরপুর থানায় এসে আনোয়ারের লাশ সনাক্ত করে।
অপরদিকে শনিবার বিকেলে আনোয়ারের পরিবারের পার্শ্বে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আগরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। এসময় তিনি আনোয়ারের শোর্কাত পরিবারকে শান্তনা দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙ্গে পরেন। শেষে তিনি ব্যক্তিগত উদ্যোগে আনোয়ারের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।