ঝালকাঠিতে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

ঝালকাঠি সংবাদদাতা ॥ সদর থানায় উদ্ধার করা হনুমানটিকে রক্ষনাবেক্ষনের জন্য বন বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দুপুরে শহরতলীর আগলপাশা গ্রামের একটি বাড়ি থেকে হনুমানটিকে আটক করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা হনুমানটিকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে থানায় নিয়ে আসে। হনুমান উদ্ধারের ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃদ্ধবনিতাসহ সকল শ্রেনীর লোকজন একনজর দেখার জন্য বিরল প্রজাতির পশুটিকে দেখতে থানা চত্ত্বরে ভিড় জমায়।

উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছে, এটিকে রক্ষনাবেক্ষনের জন্য ঝালকাঠি বন বিভাগের কাছে চিঠি দেয়া হচ্ছে। আজ রাতে অথবা রোববার এটি হস্তান্তর করা হবে।

Honuman