কৈননীয়ার ক্ষুদ্রঋন প্রকল্পের অধীনে বিনামূল্যে দুঃস্থ মহিলাদের মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ ৮ জুলাই রবিবার সকাল ১০ টায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিট কার্যালয়ে বেসরকারী মানবিক সংস্থা কৈননীয়া ক্ষুদ্রঋন প্রকল্পের অধীনে মাহিলাড়া ইউনিয়নে দুঃস্থ মহিলাদের বিনামূল্যে ১৫ টি সেলাই মেশিন বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ মোঃ জহির উদ্দিন স্বপন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈকত গুহ পিকলু চেয়ারম্যান, ৪নং মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও গৌরনদী উপজেলা যুবলীগ নেতা। বক্তব্য রাখেন, সুশীল দাস এরিয়া ম্যানেজার কৈননীয়া, তাপস মন্ডল ফিল্ড অফিসার, মিন্টু হীরা ইউনিট ম্যানেজার কৈননীয়া, মোঃ কামাল হোসেন সরদার সদস্য মাহিলাড়া ইউপি, মোঃ আবুল হোসেন মোল্লা স্থানীয় আওয়ামীলীগ নেতা, আব্দুল হামিদ ইউনিট ম্যানেজার কৈননীয়া, লিজা সরকার মটিভেটর, কৈননীয়া মাহিলাড়া ইউনিট ও কৈননীয়ার ট্রেইনার মলিনা রানী সরকার প্রমূখ। দুঃস্থ মহিলাদের কৈননীয়ার প্রশিক্ষক মলিনা রানী সরকার ৩ মাস প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ ও ১৫ টি সেলাই মেশিন বিনা মূল্যে তুলে দেওয়া হয়।