নিজস্ব সংবাদদাতা ॥ গুটি ইউরিয়া সার প্রয়োগ, ভাল বীজ ব্যবহার এবং বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করে কৃষি ক্ষেত্রে সফলতা অর্জন করায় বরিশালের ৩০৬ জন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ইন্টারন্যাশনাল ফারটিলাইজার ডেভলপমেন্ট সেন্টার (আইএফডিসি)’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ পর্যায়ের পরিচালক মুকুল চন্দ্র রায়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক দেবাংশু কুমার সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কফিল উদ্দিন, কৃষি উৎপাদনশীলতা ত্বরান্বিতকরন উন্নয়ন (আপি) প্রকল্পের সমন্বয়কারী ইশরাত জাহান প্রমুখ। শেষে বরিশালের ৩০৬ জন কৃষকের মাঝে পুরস্কার বিতরন করা হয়।