হিজলায় দু’ফারুকের দ্বন্ধে আওয়ামীলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে দু’ফারুকের দ্বন্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে গিয়ে এক আ’লীগ নেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের পূর্ব মান্দ্রাচর কুশুরিয়া গ্রামে। নিহতের নাম আব্দুস বাছেদ মোল্লা (৬৫)। সেই স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি। এ ঘটনায় রবিবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গ্রামের ফারুক মাতুব্বর ও ফারুক খানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের গত রবিবার সকালে উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে ফারুক মাতুব্বরের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস বাছেদ মোল্লা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার মোল্লা গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় বাছেদ মোল্লাকে হিজলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পুত্র আনোয়ার মোল্লা বাদি হয়ে ওইদিন রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।