গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সেটেলমেন্ট অফিসে সোমবার রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, উপজেলায় ২০০০ সন থেকে ৫টি ইউনিয়নের মাঠ পর্যায়ে ভূমি জরিপ কাজ শুরু হয়। উপজেলা সদরের গণপুর্ত বিভাগের একটি ভবনে উপজেলা সেটেলমেন্ট (ভূমি জরিপ) অফিসে সোমবার রাতে লোহার গ্রীল কেটে সংঘবদ্ধ চোরেরা দুটি ষ্টিলের আলমিরা ভেঙ্গে রেকর্ড রুমের ফাইলপত্র তছনছ করে। একই ভবনের পল¬ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসের তালা ভেঙ্গেও মুল্যবান কাগজপত্র তছনছ করা হয়। তবে ওই দু’অফিস থেকে কি পরিমান কাগজপত্র চুরি হয়েছে তা এখন পর্যন্ত নির্ধারন করা সম্ভব হয়নি বলেও তিনি উলে¬খ করেন।