নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিপা মধুর (১২) অমতে তার পরিবারের সদস্যরা জোরপূর্বক সোমবার রাতে বিয়ের দিন ধার্য্য করেন। সে অনুযায়ী হিন্দু ধর্মের রিতি অনুযায়ী বিয়ের সকল আয়োজন চলছিলো। রাত আটটার দিকে বর একই উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের নারায়ন মুন্সির পুত্র প্রশান্ত মুন্সিসহ তার নিকট আত্মীয়-স্বজনেরা কনের বাড়িতে আসে। অবশেষে খবর পেয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়েটি পন্ড হয়ে যায়।
আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ আলাউদ্দিন জানান, সোমবার রাতে বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বাল্য বিয়ের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেনকে জানান। ইউএনও’র নির্দেশে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গোপালসেন গ্রামের ননী মধুর কন্যা স্কুল ছাত্রী নিপা মধুর বাড়িতে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়া হয়। ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছেলে-মেয়ের উভয়পক্ষের অভিভাবকদের কাছ থেকে পুর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত এ বিয়ে না দেয়ার জন্য মুচলেকা রাখা হয়েছে।