গৌরনদীতে গ্রামীণ ফোন ইন্টারনেট উৎসব

গৌরনদী সংবাদদাতা ॥ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের সহায়তায় গ্রামীণফোন প্রথম আলোর উদ্যোগে গৌরনদীতে দু’দিনব্যাপী ইন্টারনেট উৎসব গতকার মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন করা হয়েছে।

মাহিলাড়া  এ.এন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী সরদার। অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বন্ধুসভার উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গ্রামীণ ফোনের গৌরনদী-আগৈলঝাড়া টেরিটোরি অফিসার মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। পরে দ্বিতীয়ার্ধে ইন্টরনেট ব্যবহার ও সচেতনায় বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদীর আই জিনিয়াস শাহ নিয়াজ। কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বন্ধুসভার উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। আজ বুধবার গৌরনদীর চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও নাঠৈ রিজিয়া বালিকা বিদ্যালয়ে অনুরূপ উৎসবের আয়োজন করা হয়েছে।

গৌরনদীতে গ্রামীণ ফোন ইন্টারনেট উৎসব