রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যর্থ – গৌরনদীতে রাতের আধাঁরে গুড়িয়ে দেয়া হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ভবন

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়টি রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের দু’সপ্তাহ  পেরিয়ে গেলেও পুলিশ রহস্য উদ্ঘাটন করতে পারেননি। ফলে মুক্তিযোদ্ধাসহ সর্বমহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপায়অন্তুর না পেয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ডেপুটি কমান্ডার আব্দুল হক ঘরামী এ ঘটনার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের মধ্যবর্তীস্থানে লঞ্চঘাট এলাকায় বিগত ১৯৯৬ সনে গৌরনদী পৌরসভার অর্থায়নে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন নির্মাণ করা হয়। সেই থেকে ভবনটি মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এরইমধ্যে গত ১৯ জুন রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আঁধাপাকা ভবনটি গুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা ওই ভবনের দরজা, জানালা, লোহার আড়া, গ্রীল, টিনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী গত ২৪ জুন বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। আলাউদ্দিন বালী অভিযোগ করেন, মামলা দায়েরের পর দু’সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার ওসি আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের রহস্যজনক আচারনে ক্ষুব্ধ হয়ে অবশেষে মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ডেপুটি কমান্ডার আব্দুল হক ঘরামী এ ঘটনার বিচারের দাবিতে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের একমাত্র শক্তি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেছেন।