অবশেষে আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী নাসির উদ্দিন লিটুর ভাগ্নে ও নির্মান প্রকল্পের তদারকি কাজে নিয়োজিত জাকির হোসেন সেরনিয়াবাত অভিযোগ করেন, এক লক্ষ টাকা চাঁদা পরিশোধ না করায় ভাইস চেয়ারম্যান জসিম সরদার তার সহযোগীদের নিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাইস চেয়ারম্যান জসিম সরদার ও তার সহযোগী মুরাদ আহম্মেদ, রাসেল হোসেন, শাকিল আহম্মেদ, মোঃ হান্নান তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও তিনি উল্লেখ করেন। হামলায় জাকির সেরনিয়াবাত ও সামচুজ্জামান নানক আহত হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওইদিনই আহত জাকির সেরনিয়াবাত বাদি হয়ে ভাইস চেয়ারম্যান জসিম সরদারসহ তার চার সহযোগীকে আসামি করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারনে গত চারদিনেও পুলিশ মামলা রুজু করেননি। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে গতকাল বুধবার আগৈলঝাড়া থানা পুলিশ লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করেন (যার নং-০৬)।
উল্লেখ্য, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর নিজেকে নির্দোষ দাবি করেন ভাইস চেয়ারম্যান জসিম সরদার গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্বে) এস.আই জসিম উদ্দিন জানান, চাঁদা দাবির ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভাইস চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।