Menu Close

কালীবাড়ি রোডস্থ ফেয়ার হেলথ ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ ফেয়ার হেলথ ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় বুধবার সকালে এক রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিকের পক্ষে স্থানীয় একটি প্রভাবশালী মহল মৃত রোগীর স্বজনদের বিভিন্ন ধরনের ভয়ভিতী প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের নারায়ন চন্দ্র মিত্রের পুত্র সুশান্ত মিত্র অভিযোগ করেন, তার বড়ভাই পংকজ মিত্রের (৪৮) এনডেসকপি করাতে অতিসম্প্রতি তারা ফেয়ার হেলথ ক্লিনিকের চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদের শরনাপন্ন হন। ডাঃ আবুল কালাম আজাদের চিকিৎসায় তার বড় ভাই পংকজ আরো অসুস্থ হয়ে পরেন। এ অবস্থায় রোগীকে তার গ্রামের বাড়ি পাথরঘাটায় পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে যাওয়ার পর পংকজ আরো অসুস্থ্য হয়ে পরলে গতকাল বুধবার সকালে তার স্বজনেরা পুনরায় বরিশাল ক্লিনিকে নিয়ে আসেন। সুশান্ত আরো অভিযোগ করেন, ক্লিনিকে আসার পর ডাঃ আবুল কালাম আজাদকে একাধিকবার খবর দেয়া সত্বেও সে ক্লিনিকে আসেননি। একপর্যায়ে চিকিৎসকের অবহেলায় তার ভাই পংকজ মিত্র মারা যায়। এ ব্যাপারে সুশান্ত মিত্র মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করেন। অভিযোগ অস্বীকার করে ডাঃ আবুল কালাম আজাদ বলেন, গতকাল বুধবার পংকজকে ক্লিনিকে আনার পর আমাকে কেউ খবর দেয়নি। পংকজ মারা যাওয়ার পর আমাকে তার স্বজনেরা খবর দিয়েছে।