Menu Close

বরিশালে শিক্ষকদের গণঅনশন

নিজস্ব সংবাদদাতা ॥ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে বরিশালে গণঅনশন কর্মসূচী পালন করছেন শিক্ষকেরা।

সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার আয়োজনে অনশন কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক সমিতির সভাপতি দাশগুপ্ত অশীষ কুমার, সম্পাদক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, মহানগর কমিটির সভাপতি এইচ.এম জসিম প্রমুখ। সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপাতিত্বে গণঅনশন কর্মসূচী চলে বিকেল চারটা পর্যন্ত।