বরিশালে নদীভাঙ্গন প্রতিরোধে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ বিশ বছর ধরে ভাঙ্গছে সন্ধ্যা ও সুগন্ধা নদী। বর্তমানে পাঁচ’শ একর ফসলী জমিসহ চরম হুমকির মুখে রয়েছে বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বিমান বন্দর, স্কুল, কলেজসহ অন্যান্য স্থাপনা। অব্যাহত ভাঙ্গন প্রতিরোধের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন সন্ধ্যা ও সুগন্ধা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা। তারা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামকস্থানে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন। ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার সকল শ্রেণী পেশার জনসাধারন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন। কমিটির আহবায়ক ইসাহাক শরীফের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন সুলতান আহমেদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী এমদাদ হোসেন দুলাল, সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন প্রমুখ। মানববন্ধন চলাকালে টেলিফোনের মাধ্যমে মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপি ও স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বক্তারা ভাঙ্গন প্রতিরোধে সরকারি ভাবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করার হুমকি প্রদর্শন করেন।