বরিশালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক মাসে তিন রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ চিকিৎসকের ভুল চিকিৎসায় বরিশালে মাত্র এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। আর কতো রোগী মারা গেলে চিকিৎসকদের ভুল চিকিৎসার কথা মানুষ ভুলে যাবে। এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বরিশালবাসীর মধ্যে। চিকিৎসকদের ভুল চিকিৎসায় একের পর এক রোগীর মৃত্যু ঘটনায় ক্ষুব্দ হয়ে উঠেছে নগরবাসী।

সূত্রমতে, ভুল চিকিৎসায় গত জুন মাসে বরিশাল সদর হাসপাতালে আনার কলি নামের এক স্কুল ছাত্রী, চলতি মাসের প্রথমার্ধে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মা ফাতেমা বেগমের মৃত্যুর পর গত ১১ জুলাই ভুল চিকিৎসায় নগরীর কালীবাড়ি রোডস্থ ফেয়ার হেলথ ক্লিনিকে পংকজ চন্দ্র মিত্র নামের এক যুবক মারা গেছে। সূত্রে আরো জানা গেছে, আনার কলি ও ফাতেমা বেগমের মৃত্যুর পর রোগীর স্বজনেরা লাশ নিয়ে নগরীতে মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো। ওইসব ঘটনায় তাৎক্ষনিক ভাবে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে বিক্ষুব্ধদের শান্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু রহস্যজনক কারনে ওইসব তদন্তের রির্পোট আর কখনই আলোর মুখ দেখেনি।