আগষ্ট থেকে বরিশালের আকাশে বিমান উড়বে

নিজস্ব সংবাদদাতা ॥ আগামী মাস থেকে চালু হচ্ছে বরিশাল বিমান বন্দররের কার্যক্রম। ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহন করছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। ওই প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম এ কথা জানিয়েছেন।

সূত্র মতে, দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে বরিশাল বিমান বন্দর চালু করার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। তারা দুটি বিমান ফ্লাইট চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ফ্লাইট শুধু অভ্যন্তরীন রুটেই সীমাবদ্ধ নয়। আন্তজার্তিক ভাবেও চালু হচ্ছে। আগামি মাসের মধ্যেই এ দুটি ফ্লাইট চালু হবে। বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ-এর সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম জানান, আগস্ট মাস থেকে ঢাকা-বরিশালে ফ্লাইট চালু হতে পারে। ইউনাইটেড এয়ারওয়েজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এছাড়াও চলতি বছরের শেষের দিকে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকা-ইয়াংগুন, ঢাকা-দোহা ও ঢাকা-করাচি রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বরিশাল বিমান বন্দর চালু করার উদ্যোগের জন্য ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন বরিশালের সিটি মেয়র শওকত হোসেন হিরন। তিনি বলেন, ইতোপূর্বে বরিশাল থেকে অভ্যন্তরীন রুটে বিমান চলাচল করলেও লোকসানের অজুহাত দেখিয়ে তা বন্ধ করে দেয়া হয়। তিনি আরো বলেন, বরিশালে বিমানের পর্যাপ্ত যাত্রী থাকা সত্বেও মালিকদের স্বদিচ্ছার অভাবে এ রুটের ফ্লাইট বন্ধ করা হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজ’র এ উদ্যোগকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছেন।