নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু – ইউনিয়ন পরিষদের এক মাসের আয়ের অর্থ দেয়ার ঘোষনা

নিজস্ব সংবাদদাতা ॥ দেশের অর্থে পদ্মা সেতু নির্মানের ঐতিহাসিক ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ইউনিয়ন পরিষদের এক মাসের আয় সেতু নির্মান কাজে দেয়ার ষোষনা দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু গতকাল বৃহস্পতিবার তার পরিষদের সদস্যদের নিয়ে এক সভা করে সাংবাদিকদের জানান, “আমরা বাঙ্গালী বীরের জাতি, যেখানে বাঁধা এসেছে সেখানেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবার আরো একটি বার ঘুরে দাঁড়াবার সময় এসেছে। ১৯৭১ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্র“ মুক্ত করার জন্য সকল বাঙ্গালীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান করেছিলেন। তেমনি স্বাধীনতার ৪১ বছর পর পিতার ন্যায় আজ সাহসী ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার ন্যায় তার এ সাহসী ঘোষনা বাস্তবায়নের জন্য তিনি (চেয়ারম্যান) তার ইউনিয়ন পরিষদের এক মাসের আয়ের টাকা পদ্মা সেতু নির্মান কাজে দেয়ার ঘোষনা করেন।