র‌্যাবের সহায়তায় নিখোঁজের দেড়বছর পর মায়ের কোলে ফিরে এলো এক মাদ্রাসা ছাত্র

নিজস্ব সংবাদদাতা ॥ র‌্যাবের সহায়তায় দেড়বছর পর মায়ের কোলে ফিরে এসেছে বরিশালের গৌরনদী থেকে হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র আলী আজিম (১৩)।

জানা গেছে, ২০১০ সনের ৩১ ডিসেম্বর গৌরনদী থানা মাদ্রাসা থেকে আলী আজিম নিখোঁজ হয়। সে উপজেলার চর রমজানপুর গ্রামের কবির আহম্মেদের পুত্র। আলী আজিম হারিয়ে যাওয়ার পর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান না পাওয়ায় তার বাবা গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে অতিসম্প্রতি কবির আহম্মেদ ঢাকা র‌্যাব-৩ এর সহযোগীতা চেয়ে আবেদন করেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, আবেদনের ভিত্তিতে একটি মোবাইল কলের সূত্রধরে গত ৭ জুলাই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩নং কেন্ট্রিন থেকে মাদ্রাসা ছাত্র আলী আজিমকে উদ্ধার করা হয়। গত ১০ জুলাই উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত আলী আজিমকে তার বাবার জিম্মায় প্রেরন করেন। হারিয়ে যাওয়ার দেড় বছর পর মাদ্রাসা ছাত্রর মা মাসুদা বেগম তার সন্তানকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।