অবৈধভাবে মজুদ ১৭০ বস্তা চিনিসহ আটক-১

বরিশাল সংবাদদাতা ॥ রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য অবৈধভাবে মজুদ করার অভিযোগে ভোলা জেলার দৌলতখান থেকে ১৭০ বস্তা চিনি উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার এই চিনি উদ্ধারকালে মজুদকারী একজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব-৮ কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আটক মো. মঈনুদ্দিন(৩৫) দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মো. আব্দুল ওয়াদুদের ছেলে।

বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, তারা গোপন খবরের জানে রমজান মাস উপলক্ষে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধি ও বাজার অস্থিতিশীল করার জন্য দুই ব্যবসায়ী বিপুল পরিমাণ চিনি মজুদ রেখেছে। দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের ব্যবসায়ী মঈনুদ্দিনের বাড়ীতে ওই চিনি রয়েছে। সেই খবরে র‌্যাবের একটি দল মঈনুদ্দিনের বাড়ীতে অভিযান করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মঈনুদ্দিন পালানোর চেষ্ঠা করলে তাকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ী থেকে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চিনি উদ্ধার করে র‌্যাবের দলটি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে মঈনুদ্দিন তার ব্যবসার অংশীদার দৌলতখান পৌরসভা ২ নং ওয়ার্ডের তরিক বেপারী ছেলে মো. মহিউদ্দিনের (২৮) ঘরে আরো চিনি মজুদ রয়েছে বলে জানায়। মঈনুদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী মহিউদ্দিনের ঘর থেকে আরো ১শ’ বস্তা চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় র‌্যাব। এই ঘটনায় মামলা করা হবে বলে জানায় র‌্যাব।