মারমূখী ঝালকাঠি যুবলীগের দু’গ্রুপ – পুলিশ মোতায়েন

ঝালকাঠি সংবাদদাতা ॥ ঝালকাঠিতে বিবাদমান যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বুধবার মধ্য রাতে শহরের কলেজ মোড়ে যুবলীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের ৩ জন আহত হয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুর ১ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে মুখোমখি অবস্থানের সময় পুলিশ মধ্যবর্তী স্থানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকির সাংবাদিকদের জানান, বুধবার রাতে যুবলীগের পদবঞ্চিত রিফাত হাসান রুবেলসহ ৪টি মটর সাইকেলে ১০-১২ জন গাবখান ব্রীজের পূর্ব ঢালে অবস্থান নেয়। আমরা সাংগঠনিক কাজে রাজাপুর থেকে ফেরার পথে গাবখান ব্রীজের পূর্ব ঢালে আসলে অবস্থানকারীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা যে যার মত আত্ম রক্ষা করি। ঘটনা শুনে কলেজ মোড়ে থাকা লোকজন কলেজ মোড় এলাকায় হামলাকারীরা পৌঁছলে তাদের উপর হামলা চালায়। এতে শহীদ তালুকদার ও রিয়াজ আহত হয়।

আহত শহীদ তালুকদার জানান, জাকিরের নেতৃত্বে সাইদুল, নজরুলসহ ৮/৯ জন আমাদের উপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। ঝালকাঠি থানার ওসি আ. মান্নান সাংবাদিকদের জানান, ঘটনার জের ধরে জেলা যুবলীগের দু’গ্রুপ শহরের ফায়ার সার্ভিস মোড়ে মুখোমুখি অবস্থান নেয় এবং তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশের ফোর্সসহ অতিরিক্ত ফোর্স নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।