বরিশালে অটোরিকসা ছিনতাই চক্রের দু’সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ অজ্ঞান করে অটোরিকসা ছিনতাইকারী চক্রের দু’সদস্যকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা অটো রিকসা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে-মুলাদী উপজেলার দেলোয়ার হোসেনের পুত্র মোঃ বাবু (৩০) ও গৌরনদীর গরঙ্গল গ্রামের রাজ্জাক খানের পুত্র বাবুল খান (৩৫)। তবে পালিয়ে গেছে মুলহোতা রবিন সরদার। সে গুঠিয়ার মৃত দেলোয়ার সরদারের পুত্র। অটোরিকসার মালিক নগরীর বিসিক এলাকার মোঃ হানিফ জানান, গত ১০ জুলাই তার ভাড়ায় চালিত চালক পলাশকে অজ্ঞান করে অটোরিকসা ছিনতাই করা হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টরকী বন্দর এলাকার জনগন ছিনতাইকৃত অটোরিকসাসহ বাবু ও বাবুল খানকে আটক করে গণধোলাই দিয়ে গৌরনদী থানায় সোর্পদ করে। ঘটনাস্থল ও মামলা মহানগরীর বিমান বন্দর থানা এলাকায় হওয়ায় ওইদিনই তাদের সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।