গৌরনদীতে আব্দুর রব চোকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে আজ শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে তিন সহস্রাধীক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ-এর সহযোগীতায় ও আব্দুর রব চোকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রসাশক (জেনারেল) পলাশ কান্তি বালা। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটির মহাসচিব ও ক্যাম্প সন্ময়কারী মীর আহম্মেদ আলী টুটুল, আব্দুর রব চোকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম নয়ন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রসাশক মোঃ মিয়াজ উদ্দিন খান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শহিদুল আলম, সরকারি গৌরনদী কলেজের সাবেক উপধ্যাক্ষ আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শেষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষে দিনব্যাপী ৩১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ৩ হাজার ২’শ ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

গৌরনদীতে আব্দুর রব চোকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প