Menu Close

বরিশালে ইউনিলিভারের নতুন প্রোডাক্টসের মোরক উম্মোচন

নিজস্ব সংবাদদাতা ॥ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফেয়ার এ্যান্ড লাভলী এ্যাডভান্সড মাল্টিভিটামিনের মোরক উম্মোচনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল কলেজ সংলগ্ন রজনীগন্ধ্যা কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় মোরক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিলিভার বরিশালের সেলস এরিয়া ম্যানেজার মোঃ মাহমুদ হাসান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিলিভারের সেলস এ্যাডমিন ম্যানেজার খন্দকার এনামুল মান্নান, বরিশালের পরিবেশক খন্দকার আবুল হাসান লিমন, ঝালকাঠীর টেরিটরি ম্যানেজার রাশেদুল হাসান, বরিশালের ট্রেনিং টেরিটরি ম্যানেজার আাসিফ ইমতিয়াজ আলম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল ও ঝালকাঠীর পরিবেশকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরিবেশক ও বিক্রয়কর্মীদেরকে প্রডাক্ট সম্পর্কে ধারনার দেয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিক্রয় কর্মীদের প্রশ্ন-উত্তর ও কুইজ প্রতিযোগীতা এবং উপহার সামগ্রী বিতরন করা হয়।

বরিশালে ইউনিলিভারের নতুন প্রোডাক্টসের মোরক উম্মোচন