Menu Close

বরিশালের দুদককে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকান্ডকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রবিবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় দুদকের বিভাগীয় কার্যালয়ের হলরুমে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) ডাঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) ড. মাসুদ আহম্মেদ চৌধুরী। বক্তব্য রাখেন উপ-পরিচালক আবুল হোসেন, আর.কে মজুমদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, বাকেরগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, বাবুগঞ্জের সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন, গৌরনদীর সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উজিরপুরের সহসভাপতি মহসিন মিয়া লিটন, হিজলার সম্পাদক  দ্বিন মোহাম্মদ প্রমুখ।

বরিশালের দুদককে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা