পালরদী খালের ওপর নির্মিত ব্রিজটি ধ্বসে পরার আশংকা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী বন্দরের পালরদী খালের ওপর নির্মিত বৃহৎ ব্রিজটি যেকোন মুহুর্তে ধ্বসে পরে বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। ব্রিজটি সংস্কারের জন্য কারো কোন মাথা নেই। স্থানীয়রা জানান, বছর খানেক আগ থেকে ব্রীজটি ডান দিকে হেলে পড়েছে কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন নজর নেই।

গৌরনদী বন্দর ব্যবসায়ী সংসদের সভাপতি জি.এম হারুন মৃধা অভিযোগ করেন, জনগুরুতপূর্ন এই ব্রীজটি মেরামতের জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যকে একাধিবার অবহিত করা সত্যেও কেউ এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। জানা গেছে, ১৯৯৬ সনে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর আট লক্ষ টাকা ব্যয়ে গৌরনদী বন্দরের মাছ বাজার সংলগ্ন স্থানে পালরদী খালের ওপর ব্রীজটি নির্মান করে। বর্তমানে ব্রীজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। সামান্য জোয়ারের পানির তোড়ে ব্রিজটিতে কম্পন শুরু হয়। ফলে যেকোন সময় জনগুরুতপূর্ণ ব্রিজটি ধ্বসে বড় ধরনের দূর্ঘটনা ও প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে।

পালরদী খালের ওপর নির্মিত ব্রিজটি ধ্বসে পরার আশংকা