আহুতি বাটরা ও চাঁদত্রিশিরা গ্রামে হামলা-সংঘর্ষে শিক্ষিকাসহ আহত ৮জন

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক হামলা সংঘর্ষে মহিলাসহ আহত ৮জন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, উপজেলার আহুতি বাটরা গ্রামের নিরাঞ্জন মন্ডল ও রামকৃষ্ণ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সম্পত্তি নিয়ে মামলা চলে আসছে। আজ রবিবার ওই বিরোধীয় সম্পত্তিতে নিরাঞ্জনের ছেলে শিক্ষক নরেশ ও পুলিশ সদস্য রমেন দখল করতে গেলে রামকৃষ্ণর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে রমেন রামকৃষ্ণকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় রামকৃষ্ণের মা বিচিত্রা রানী মন্ডল, শিক্ষিকা অনিমা রানী বাড়ৈসহ ৪জন আহত হয়। গুরুতর আহত রামকৃষ্ণকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পরে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।

অন্যদিকে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের প্রতিপক্ষের হামলায় একই পরিবারের রানা হাওলাদার, বাদশা, সিদ্দিক ও রুবেল হাওলাদারসহ ৪জন আহত হয়। আহত সিদ্দিক ও রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।