Menu Close

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে ফুটপাত দখল করা হয়েছে। এসময় ফুটপাত দখল করার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাইল হোসেনের নেতৃত্বে নগরীর বগুরা রোডে ফুটপাত দখল করে বাঁশ মজুদ রাখার অপরাধে আল-আমিন ও বারেক নামের দু’বাঁশ ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একইস্থানের অপরপার্শ্বে বাড়ি নির্মানের জন্য ফুটপাত দখল করে বালু রাখার অভিযোগে মঞ্জু বেগমকে ৫’শ টাকা জরিমানা করা হয়। একইসাথে ফুটপাত হতে অবৈধ মালামাল সরিয়ে ফুটপাত  দখলমুক্ত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সিটি কর্পোরেশনের সেনেটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর মোল্লা সহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাইল হোসেন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।