বরিশালে অবৈধ মজুতদারদের রুখতে বাজার মনিটরিং কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা ॥ পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের পন্যের মজুতদারী রুখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিম রমজান মাস থেকে বাজার মনিটরিং করবে।

জেলা প্রশাসন সুত্র জানা গেছে, প্রতিবছরের মতো এবারো বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। এরমাধ্যমে নগরীর বিভিন্ন বাজারের অসৎ ব্যবসায়ীদের পন্য মজুদ ও কালো বাজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও এ কমিটির মাধ্যমে পন্যের মান নিয়ন্ত্রন রাখা হবে।

সূত্রমতে, মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পাইকারী ও খুচরা পন্য বিক্রেতাদের নিয়ে সভা করা হবে। জেলা প্রশাসক এস.এম আরিফ-উর রহমান বলেন, পবিত্র রমজান মাসে যারা পন্য মজুত করে বাজারে কৃত্তিম পন্য সংকট সৃষ্টি করে এ মনিটরিং টিমের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।