বরিশালে ঈদকে সামনে রেখে বিপনী বিতানগুলোতে প্রস্তুতি শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল নগরীর বিভিন্ন বিপনী বিতানগুলোতে ঈদের আগাম প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক দোকানে নতুন পন্য আনা শুরু হয়েছে।

বিক্রেতারা জানান, রমজান শুরুর সাথে সাথে ক্রেতারা পন্য কিনতে আসে। সেই কথা মাথায় রেখেই এবার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তারা। দেশের বিভিন্ন স্থানসহ বিদেশ থেকে এ উপলক্ষ্যে পন্য আমদানী করছেন বিক্রেতারা। তাই বিভিন্ন পোশাক, জুতা, ব্যাগ, কসমেটিকসহ নানা পন্য সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে নগরীর দোকানীরা। সেই সাথে বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে বাহারি রংয়ের সাজসজ্জা। কিছু কিছু দোকানে আলোক সজ্জার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর সদর রোড, চকবাজার, কাটপট্টি, হাসপাতাল রোড, নতুন বাজার, রুপাতলী, সাগরদী, বটতলা, বগুরা রোডসহ বিভিন্নস্থানের বিপনী বিতানগুলোতে ঈদের জন্য নতুন পন্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। তবে এসব দোকানে এখোনো তেমন ক্রেতার ভিড় লক্ষ করা যায়নি। কাউনিয়া থেকে আসা জেসমিন আলমগীর নামের এক ক্রেতা বলেন, ঈদের এখোনো অনেক বাকি রয়েছে। ধীরে ধীরে আরো পন্য উঠবে তখন ঈদের জন্য কেনাকাটা করবো।

চকবাজারের রহমান সরদার নামের এক বিক্রেতা বলেন, রমজানের শুরু থেকেই কেনাকাটা আরম্ভ হয়। তাই আগাম পন্য উঠিয়েছি। তবে রমজানের মাঝামাঝি সময়ে আরো পন্য উঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।