বরিশালে আদমশুমারি ও গৃহগননা-১১’র ফলাফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা ॥ আদমশুমারি ও গৃহগননা-১১ এর চূড়ান্ত ফলাফল জাতীয়ভাবে সারাদেশের ন্যায় একযোগে বরিশালেও প্রকাশ করা হয়েছে। ৫ম এ আদমশুমারি উপলক্ষে সোমবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়েছে, ১৫ মার্চ ২০১১ পর্যন্ত বরিশাল জেলার জনসংখ্যা ২৪ লাখ ১৪ হাজার ৭’শ ৩০ জন। যারমধ্যে পুরুষের সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৪’শ ৮১জন। মহিলা ১২ লাখ ৩৩ হাজার ২’শ ৬২ জন। এরমধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এরিয়ায় সর্বমোট জনসংখ্যা হচ্ছে ৩ লাখ ২৮ হাজার ২’শ ৭৮জন।

জেলার প্রত্যেক থানা প্রতি জনসংখ্যার হার ৪ দশমিক ৪৯জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসক এস.এম আরিফ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।