বরিশালে ছিনতাই মামলায় তিনজনের করাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ ছিনতাইয়ের অভিযোগ প্রমানিত হওয়ায় দু’সহদরসহ তিনজনকে সাত বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বরিশাল জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আলী হায়দার এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো-বরিশালের আগৈলঝাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের তৈয়ব আলী হাওলাদারের পুত্র শিপন হাওলাদার, মানিক হাওলাদার ও তাদের চাচাতো ভাই ছোটন হাওলাদার। এরা সবাই পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সনের ৫ মে রাত ৯ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বুনিয়াকান্দি গ্রামের লাইজু বেগম ও তার মা হালিমা বেগম বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্নালংকারসহ ৩৮ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয় দন্ডপ্রাপ্ত আসামিরা। এ ঘটনায় ৮ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন লাইজু বেগম। একই বছরের ২০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাম মোল্লা। সোমবার চার জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষনা করেন।