এবার বরিশাল বোর্ডে এইচএসসির ফলাফল বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। পাসের হার ৬৬.৯৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮’শ ৯৮ জন। মোট ৪২ হাজার ৭’শ ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৪২ হাজার ১৯ জন। এরমধ্যে পাস করেছে ২৮ হাজার ১’শ ৪৪ জন। গতকাল বুধবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ শাহ আলমগীর হোসেন ফলাফল ঘোষনা করেন।

উল্লেখ্য, গত বছর পাসের হার ছিল ৭১.১২ ভাগ। এরআগের বছর পাসের হার ছিল ৭৪.৩৪ ভাগ। শিক্ষা বোর্ডের সূত্র মতে, বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৪’শ ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৫ হাজার ২’শ ৬৭ জন। পাস করেছে ৩ হাজার ৮’শ ৮৮ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭’শ ৯৫ জন। মানবিক বিভাগে ২৩ হাজার ১’শ ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ২২ হাজার ৮’শ ৩১ জন। এরমধ্যে পাস করেছে ১৩ হাজার ১’শ ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১৯ জন। বানিজ্য বিভাগে ১৪ হাজার ৭২ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ হাজার ৯’শ ২১ জন। এরমধ্যে পাস করেছে ১১ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮১ জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে প্রথমস্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এখানে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অমৃতলাল দে কলেজ থেকে ৯’শ ৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৮’শ ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩’শ ৪ জন। তৃতীয় স্থানে রয়েছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই কলেজ থেকে ৫’শ ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪’শ ৪৪ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১’শ ১০ জন।

এবার বরিশাল বোর্ডে এইচএসসির ফলাফল বিপর্যয়