বরিশাল শিক্ষা বোর্ডের ২০১২এর সেরা ১০ কলেজ

নিজস্ব সংবাদদাতা ॥ এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথমস্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এখানে ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয়স্থানে অমৃত লাল দে কলেজ। এখান থেকে ৯০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৮৫৫ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৩’শ ৪ জন। তৃতীয় স্থানে রয়েছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এ কলেজ থেকে ৫৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৪৪৪ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১১০ জন। চতুর্থ স্থানে রয়েছে বরিশাল ওমেন্স কলেজ। এখানে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৮৮৪জন, পাশ করেছে ৭২১জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৯। পঞ্চম স্থানে রয়েছে গৌরনদী হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজ। ওই কলেজ থেকে ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। ষষ্ট স্থানে রয়েছে মৌকরন ডিগ্রী কলেজ। এ কলেজে ১৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। সপ্তম স্থানে রয়েছে আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রী কলেজ। এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৪৫৩ জন, পাশ করেছে ৩৮২জন। জিপিএ-৫ পেয়েছে ১৮জন। অষ্টম স্থানে রয়েছে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ। ওই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৩৫৬জন, পাশ করেছে ৩২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬জন। নবম স্থানে রয়েছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ। ওই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ২০৫জন, পাশ করেছে ১৯০জন। জিপিএ-৫ পেয়েছে ২৮জন। ১০ম স্থানে রয়েছে পিরোজপুর গবমেন্ট গালর্স কলেজ। ওই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৩৭৭জন, পাশ করেছে ৩১৫জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪জন।