প্রাইভেট পড়িয়ে জিপিএ-৫ পেয়েছে আল-মামুন

নিজস্ব সংবাদদাতা ॥ অভাব ছিল তার নিত্যসঙ্গী। দু’বেলা দু’মুঠো খাবারও ঠিকমত জোটেনি। তবুও দমে যায়নি দারিদ্র্য জয়ী অদম্য মেধাবী ছাত্র আল মামুন। চলতি এইচএসসি পরীক্ষায় আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ থেকে প্রাইভেট পড়িয়ে জিপিএ-৫ পেয়েছে আল-মামুনব্যবসায় শিক্ষা শাখায় আল মামুন জিপিএ-৫ পেয়ে মেধার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। প্রাইভেট পড়িয়ে ও দিনমজুরের কাজ করে অভাবের সংসারে দারিদ্র পিতাকে সহযোগীতার পাশাপাশি পড়াশুনা করে আল মামুন এ সাফল্য অর্জন করেছে।

সে এসএসসিতেও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জিপিএ-৫ পেয়েছিল। তার সাফল্যের খবর মুখে মুখে এলাকায় ছড়িয়ে পরলেও পরিবারের সাধ্য নেই মিষ্টি মুখ করানোর। দারিদ্রতার কারনে উচ্চ শিক্ষা নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পরেছে আল-মামুন ও তার পরিবার। আল-মামুন উচ্চ শিক্ষায় শিক্ষিক হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা অফিসার হতে চায়। কিন্তু সীমাহীন দারিদ্রতা তার সে আকাঙ্খা পূরণ করার পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বাকাল গ্রামের দরিদ্র আব্দুল মান্নান মিয়া ও নাসিমা বেগমের তিন সন্তানের মধ্যে বড় আল-মামুন।

গৌরনদী ডটকম পরিবারের পক্ষ থেকে মামুনের জন্য রইল অভিনন্দন ও শুভ কামনা,
অনেক অনেক বড় হও…