রত্নপুরে ৬৫ বছর পর এক জুনিয়র বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত – এমপিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার বিলাঞ্চল বলেখ্যাত রত্নপুর ইউনিয়নের প্রত্যন্ত সাহেবেরহাট গ্রামে ৬৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

স্কুল প্রাঙ্গনে সংবর্ধনা সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্মলেন্দু ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাত হোসেন।

বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কৃষ্ণ হালদার, উপজেলা একাডেমীক সুপার ভাইজার অরুন কৃষ্ণ মন্ডল, জমিদাতা কেশব চন্দ্র ঢালী, ইউনিয়ন আ’লীগের সভাপতি অমিয় চৌধুরী, সমাজ সেবক অনিল চন্দ্র চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা রেমন ভূঁইয়া, স্কুলের প্রধান শিক্ষক সুশীল কুমার বালা প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের জন্য স্কুলের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক ৫ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষনা করেন।

উল্লেখ্য, ১৯৪৭ সনে বিলাঞ্চল বলেখ্যাত সাহেবেরহাট এলাকার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়নরত থাকলেও রয়েছে ভবনসহ নানাবিধ সমস্যা।

 

রত্নপুরে ৬৫ বছর পর এক জুনিয়র বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত - এমপিকে সংবর্ধনা