বরিশালের পুলিশ সদস্যদের মাঝে নিখোঁজ আতঙ্ক

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দু’পুলিশ কনষ্টবলের একজন খোকন চন্দ্র রায়ের লাশ উদ্ধারের পর অপর নিখোঁজ পুলিশ কনষ্টবল শামীম আকনের পরিবারের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও অন্যান্য পুলিশ সদস্যদের মাঝে এখন নিখোঁজ আতঙ্ক দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর বটতলা এলাকায় আজিম কমিশনারের বাড়ির পার্শ্ববর্তী ঘরের ভাড়া বাসায় স্ত্রী ঝর্না রায় ও চার কন্যাকে নিয়ে খোকন চন্দ্র রায় বসবাস করে আসছিলেন। কনষ্টবল খোকন চন্দ্রের গ্রামের বাড়ি বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। তার কনস্টবল নং-৩২৪। তিনি দীর্ঘদিন থেকে বরিশাল আদালতে দায়িত্ব পালন করে আসছিলেন। খোকনের স্ত্রী ঝর্না রায় জানান, গত ১১ জুলাই দুপুরে কোর্ট থেকে ফিরে বিকেলে খোকন পুলিশ লাইনে জিপি ফান্ডের টাকা তোলার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে সে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় ঝর্না রায় একটি সাধারন ডায়েরী করেন। গতকাল বৃহস্পতিবার সকালে কীর্তনখোলা নদীর ঝালকাঠীর নলছিটি উপজেলার দক্ষিন রায়পাশা চর থেকে পুলিশ অর্ধগলিত খোকন চন্দ্র রায়ের মৃত দেহ উদ্ধার করে।

গতকাল বৃহস্পতিবার খোকনের লাশ উদ্ধারের পর যখন তার স্বজনদের মধ্যে শোকের মাতম বইছে, ঠিক তখনই চরম আতঙ্ক দেখা দিয়েছে অপর নিখোঁজ পুলিশ কনষ্টবল ও ডিআইজি রেঞ্জের গাড়ি চালক মোঃ শামীম আকনের স্বজনদের মধ্যে। নিখোঁজের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও এখনও শামীম আকনের কোন সন্ধ্যান মেলাতে পারেননি পুলিশ। নিখোঁজ শামীম আকনের ছোট ভাই পুলিশ কনষ্টবল মোঃ আল-আমিন জানান, গত ১০ জুলাই বিকেলে ১০ দিনের ছুটি নিয়ে শামীম বাসায় যান। গত ১১ জুলাই ভোর ছয়টায় দিকে শামীম বাসা থেকে বের হওয়া পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার জামুরা গ্রামে খোঁজ করে সেখানেও তার সন্ধ্যান পায়নি। এ ঘটনায় ১৪ জুলাই সন্ধ্যায় বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন নিখোঁজ শামীম আকনের ছোট ভাই মোঃ আল-আমিন।

কোতয়ালী মডেল থানার ওসি মোঃ শাহিদুজ্জামান নিখোঁজ পুলিশ সদস্যদের ব্যাপারে জানান, থানায় পৃথক ভাবে দুটি সাধারন ডায়েরী করার পর থেকে তাদের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি আব্দুর রহিম জানান, নিখোঁজের বিষয়গুলোকে খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ শামীম আকনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।